#Workshop on Hemophilia diagnosis, Management and Complications.
জন্মগত রক্তক্ষরণ জনিত রোগ হিমোফিলিয়ার উপর রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি এবং জটিলতা কমিয়ে নিয়ে আসা ও সমাধানের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই কর্মশালায় সর্বাধুনিক ওষুধ Emicizumab ও জিন থেরাপি উপর বিশদ আলোচনা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার রেজিস্ট্রেশন কৃত বাংলাদেশের চারটি হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টারের রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং অগ্রগামিতার জন্য পরিকল্পনা দেয়া হয়। WFH প্রদত্ত সুবিধা গ্রহণ করে জনবল তৈরি ও গবেষণার অনুরোধ করেন।